কোথায় দয়াল সুখ!
[email protected]@@
কোথায় দয়াল সুখ!
সবখানে আজ ঘুরছে দেখি
চিনচিনে এক দুখ।
ভুলতে গেলে হচ্ছে সে আশ
জনম দূখীর মুখ।
খুঁজলে কভু চাঁদ রাতে কেউ
কুঁড়ের চালে বসে,
দক্ষিণা বাও নিচ্ছে যা খড়
ধপাস ধপাস খসে।
না জানি কোন কাঁদছে চড়ুই
ভাগ্যহীনার দোষে।
সূর দেখে ফের ভাটির গাঙে
ধরলে মাঝি তরী,
কালবেলা সে গড়ছে এসে
ঘোরাল বিভাবরী।
যাত্রীরা সব টাল-মাটালে
করছে গড়াগড়ি।
তবু শালিক ডালে,
প্রখর রোদের দাপ সয়ে ডাক
দিচ্ছে তালে তালে।
হয়তো বা চায় ভুলতে ব্যথা
পড়ন্ত বিকালে।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
01/04/2022ইং।
@বোরহানুল ইসলাম লিটন
ভালো লাগলো আপনার রচিত অনন্য কবিতা। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
মরমে মরমে আধ্যাত্মিক। অভিনন্দন, সম্মানিত কবি।
মরমী অনুভব ও তার কাব্যিক প্রকাশ।। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।।
হৃদয় ছোঁয়া অনুভুতির মরমী কবিতার মত অসাধারণ একটা কবিতা।
মনে হয় বিস্তীর্ণ নিস্তব্দ কোন প্রান্তরে বসে কোন দুঃখী মানুষের বিলাপের সুরে গাইছে।
কবিকে অনেক অনেক শুভেচ্ছা আর মোবারকবাদ জানাই এতসুন্দর কবিতার জন্য।
"সুখের কথা কইতে গেলে দুঃখ যে আসে সই ,
সবাই দেখি দুঃখে মরে সুখ আসে আর কই !"
চমৎকার প্রেক্ষাপট !প্রিয় কবিকে অনন্ত শুভেচ্ছা জানাই !
সুখের চাকা ঘুরছে না আর
দুখের কাদায় পাঁক,
দুঃখরে তোর অনুভূতিতে
সুখটা ফিরে পাক।
হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অনিন্দ্য রূপককাব্যে ভারী সুন্দরভাবে
ফুটে উঠেছে জীবনবোধের
মানবতাবাদী কবিতা।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
অপূর্ব উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ দুপুর প্রিয় কবি
দারুণ জীবনবোধের কবিতা। শুভকামনা রইল কবির জন্য
রূপকের আড়ালে দারুণ আবেগঘন জীবনবোধ ও মানবতাবাদী ভাবনার বিবিধ কবিতা,
ভাল লাগলো ; শুভকামনা রইল।
শালিক ব্যথা ভোলার চেষ্টা করে পড়ন্ত বিকালে! কিন্তু মানুষের ব্যথা দূর হওয়ার কোনো উপায় নেই! মানবিক ভাবনার দুর্দান্ত উপস্থাপনা প্রিয় কবি! ভীষণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সুন্দর জীবনবোধের কবিতা। শুভকামনা রইল কবির প্রতি।
সেই, আর কী!! দারুন। শুভকামনা চিরন্তন প্রিয় কবি।
জীবনবোধের ভাবনা , সুখ-দুঃখ ভরা সংসার । অভাগা বোঝে কেমন সময় তার !!
সুন্দর হৃদয়-স্পর্শী কাব্য , অশেষ মুগ্ধ , শুভেচ্ছা , প্রিয়কবিকে । ভাল থাকুন সদা।
অসাধারণ উপস্থাপন "কোথায় দয়াল সুখ, সবখানে আজ ঘুরছে দেখি চিনচিনে এক দুখ" একদম যথাযথ কাব্য মন ছুঁয়ে গেলো প্রিয় কবি। অফুরন্ত শুভকামনা থাকলো আপনার জন্য।
অসাধারণ লিখেছেন বন্ধু