=====================@@@


কালের স্রোতে জ্ঞানহীনা এক
অজ্ঞ আমি প্রভু,
তাইতো কাঁদি হরেক পীড়ায়
পাই কি জবাব তবু!


বিজ্ঞরা কয় ডাকলে তুমি
দাও নাকি রোজ সাড়া,
বিশ্বাসীরা হয় তবে ক্যান
আস্থা বা কূল হারা!


শ্রম বিনে কেউ গর্বে বাঁচে
রত্ন ধনের ঘোরে,
কেউ দু’মুঠো ভাতের আশায়
ক্যান খেটে যায় মরে!


তোমার রহম দু’পায় দলে
হয় যদি ধী’র পতি,
মূল্য কি পায় ঋদ্ধ শায়েখ
সেই সারে এক রতি!


তবু তোমায় রোজ দেখি সেই
বঞ্চিতরাই স্মরে,
কও তো প্রভু তুমি জাগো
কোন শ্রেয় অন্তরে!!


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০-০৮-২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন