(ক্রেন)
পৌঁছতে চেয়ে চাঁদের দেশে স্বার্থে গড়ে এরোপ্লেন,
আজ ভাবো হৃদ ইষ্টিশনে আসবে কখন শাটেল ট্রেন!
ও ছলনী যাও না যতোই প্রেম নগরের জংশনে,
বিবেকটাকে তুলতে টেনে আর কে দিবে হেব্বি ক্রেন!
(দাও প্রভু দাও!)
কাঁদলে ঘরে মা জননী কয় যদি কেউ মিথ্যে সব,
জ্ঞান তুমি দাও ওদের প্রভু ক্ষমা করে দন্তরব।
তবু যদি ফের আড়ে কেউ রিপুর টানে রুষ্ট হয়,
দাও প্রভু দাও জিহ্বা ছিঁড়ে বন্ধ করে ওদের জব!
(দু’হাত দূর)
যদি তুমি যাও ঘুমিয়ে ভাবছো রবো খুব সুদূর!
রাতের বেলা চন্দ্র হবো দিন এলে এক স্নিগ্ধ সূর।
কভু যদি মেঘ এসে ফের আকাশটাকেই দেয় ঢেকে,
দেখবে আমি জেগে আছি জোনাক হয়ে দু’হাত দূর!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/১০/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
তিনটি ই দারুণ...তিন ভাবে...
লুকানো ভাবনারা রূপকের প্রভাবে।
ভালো থাকুন প্রিয় কবি।শুভ বিজয়ার শুভেচ্ছা রইল।
তিনটি -ই ভারী চমৎকার রুবাইয়া। সুন্দর উপস্থাপনা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
রূপকের আড়ালে ভীষন সুন্দর কাব্য!
অনন্য সুন্দর কাব্য লেখনী!
নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
বাহ, অনবদ্য রচনা, শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
ভিন্ন ভিন্ন স্বাদের তিনটি দুর্দান্ত রুবাইয়াত! তিনটিই ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! আন্তরিক অভিনন্দন এবং শারদ শুভেচ্ছা।
রুবাইয়াতের তাত্পর্যপূর্ণ গভীরতায় অনন্য তিনটি সংযোজন। মুগ্ধতার সাথে হার্দিক শুভকামনা জানাই। ভালো এবং সুস্থ থেকেন সতত।
অসাধারণ রুবাই তিনটি হৃদয়কে নাড়া দিয়ে গেল।
খুব, খুবই ভালো লাগা রেখে গেলাম।
অনেক শুব কামনা রইল
প্রিয় কবি।
সব কটি ভাল লাগল ধন্যবাদ।
চমৎকার রূপকে দারুণ আবেগময় জীবনমুখী উপলব্ধির তিনটি রুবাই, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অসাধারণ লেখনী দিয়ে মন ভরিয়ে দিলেন প্রিয় কবি। অশেষ শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
অসাধারণ একটি জীবনবোধের কবিতা
উপস্থাপনা করে গেলেন প্রিয় কবি।
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল।
তিনটিই অনুপম সুন্দর লেখা। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।