==========================@@@


(ক্রেন)


পৌঁছতে চেয়ে চাঁদের দেশে স্বার্থে গড়ে এরোপ্লেন,
আজ ভাবো হৃদ ইষ্টিশনে আসবে কখন শাটেল ট্রেন!
ও ছলনী যাও না যতোই প্রেম নগরের জংশনে,
বিবেকটাকে তুলতে টেনে আর কে দিবে হেব্বি ক্রেন!


(দাও প্রভু দাও!)


কাঁদলে ঘরে মা জননী কয় যদি কেউ মিথ্যে সব,
জ্ঞান তুমি দাও ওদের প্রভু ক্ষমা করে দন্তরব।
তবু যদি ফের আড়ে কেউ রিপুর টানে রুষ্ট হয়,
দাও প্রভু দাও জিহ্বা ছিঁড়ে বন্ধ করে ওদের জব!


(দু’হাত দূর)


যদি তুমি যাও ঘুমিয়ে ভাবছো রবো খুব সুদূর!
রাতের বেলা চন্দ্র হবো দিন এলে এক স্নিগ্ধ সূর।
কভু যদি মেঘ এসে ফের আকাশটাকেই দেয় ঢেকে,
দেখবে আমি জেগে আছি জোনাক হয়ে দু’হাত দূর!


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/১০/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন