লাজ (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


পরিচিত হতে ছেঁচড়ামি করি
থাকি সদা তাই জেলে,
সরিষার তেলে লাভের আশায়
সয়াবিন দিই ঢেলে।


স্বার্থের আশে আলা-ভোলা খুঁজে
অকাতরে দিই দোষ,
পরের সুনামে মন কাঁদে বলে
অভিনয়ে ঢাকি রোষ।


তবু লোকে যেচে খুব ভালোবাসে
দেখে রৌশন রাজ,
শঙ্কাতে শুধু কানাকানি করে
নেই নাকি মোর লাজ।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০১/২০২১ইং।