যতদিন ছিনু তোর আঁচলের তলে,
বুঝিনিকো দুঃখ কি তুই ছিলি বলে।
গরমের আঁচ মোর লাগেনিকো গায়,
শীত তো তোকে দেখে আপনা লুকায়।
ছোটকালে ছিনু মা বড় অসহায়,
তোর কোলই ছিল আমার নিরাপদ আশ্রয়।
রোগে-শোকে ডাক্তারে হয়নিকো যেতে,
সব সেরে যেতো তোর হাতেরই ছোঁয়াতে।
ওস্তাদ-শিক্ষক তুই ছিলি মা,
তাই তো আমাকে কেউ ধিক্ ধিক্ করে না।
অভাব অনটনে যখন কাটতোনা কাল,
শক্ত হাতে ধরতিস তুই সংসারের হাল।
চারেদিকে ঘিরতো যখন কষ্ট রাশি রাশি,
নিমিশেই ভুলে যেতাম দেখে তোরই মুখের হাসি।
সন্তানের সম্বল তুই চিরকালই মা,
শুধু তোর অবলম্বন এজগতে কেউ হলো না।