মায়ের মমতা
বোরহানুল ইসলাম লিটন


ঘরের দাওয়াই বসিয়া শিশু করিতেছে খেলা,
উঠানে শুকাইতেছে ধান মা একেলা একেলা।
সূর্যটা ঠিক মাথার উপর রৌদ্র প্রখর,
দু-পায়ে বিছাইতেছে ধান তার নাই অবসর।
দর-দর ঝরিতেছে ঘাম ভিজা তার গা,
ঘুরে ঘুরে উল্টাইতেছে ধান দিয়া দু-খানি পা।
ক্ষুধার জ্বালায় যখন শিশু উঠিল কাঁদিয়া,
মা ছুটিয়া আসিল তাহার সবকিছু ফেলিয়া।
কোলে তুলিয়া নিয়া তাহারে রাখিল বক্ষ পর,
চুমুতে ভরিয়া দিল তাহারে করিল আদর।
মুখখানি ঢাকিয়া দিল তাহার আঁচল টানিয়া,
বুকের দুধ পান করাইলো তাহারে পরম যত্ন নিয়া।
আস্তে আস্তে ঘুমাইলো শিশু কোলেতে থাকিয়া,
মমতাময়ী মা রহিল তাহার মুখপানি চাহিয়া।


প্রকাশকাল
০৫/১২/২০১৯ইং।