মায়ের আঁচল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


স্বপ্নের নব ভোরে  বেড়িয়ে আশার তোড়ে
খুঁজিতে লাগিনু ভবে সুশীতল ছায়া,
কত যে আসিয়া সাখি  মেলিয়া শুভ্র আঁখি
ডাকিতে লাগিলো হয়ে সুজনের মায়া।


দীপ্ত গরবী তাজে  মনোহরা ষড়-সাজে
প্রকৃতি খেলিছে দেখে রঙ্গিলা রূপে,
হৃদয়ে বন্ধু বেশে  বলিনু প্রেমের রেশে
দে না রে একটুখানি সুশীতল চুপে!
সবুজ বৃক্ষ ছায়ে  ঝঞ্ঝাতে তুলে নায়ে
প্রখর রৌদ্রে দিয়ে ক্ষণকাল ছাড়ি
প্রসারী মায়ার দোরে  বক্ষে জড়ায়ে ধরে
বললো দ্যাখ না খুঁজে আপনার বাড়ি!


অশান্ত মনোরথে  ফিরিনু ভিন্ন পথে
বাড়ি এসে বসে আছি উঠোন বাতায়,
চলিছে খরার দিন  তবুও তো রিনঝিন
হৃদয় ঘুরিছে যেন গানের খাতায়।
কেন মনে শিহরণ?  সুশীতল অনুরন?
অদৃশ্যে কিসে এলো হৃদয়ের বল?
চিন্তা স্মৃতির কোলে  চিত্ত উঠলো দোলে
ঝুলছে উপরে দেখে মায়ের আঁচল।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/১০/২০২০ইং।