মায়ের ছোঁয়ায়
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


তুই যদি চাস্ উঠবে না মা
কাব্যে প্রাতের রবি!
তোর ছোঁয়াতেই আজ আঁকি তাই
ছন্দে কালের ছবি।


মুগ্ধে লিখি ঋতুর খেলা
কিশোর স্মৃতির তোড়ে,
আঁকতে গেলে মুখখানি তোর
প্রাণটা উঠে ভরে।


কৃষক মাঝি রাখাল ছেলে
দেয় যদি মা হানা,
নানান কথায় হৃদ মাঝে মোর
কাব্য বাঁধে দানা।


রয় যদি ঘাট মাঠ ফসল আর
বাউল সুরের গীতি,
কাব্যতে ক্যান মিলবে না বল্
সর্ব কালের প্রীতি!


তোর ছোঁয়া যে কাব্য লেখার
সবচে’ বড় আলো,
চিনছে যে জন বলবে কি সে
বুকখানি তোর কালো!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০২/২০২১ইং।