মাখামাখি
বোরহানুল ইসলাম লিটন


মা তরকারী মাখে
দিয়ে লবণ ছড়িয়ে,
দাদু পেটে তেল মাখে
হাত ঘুরিয়ে ঘুরিয়ে।


পার্কে মাখামাখি
ছেলে আর মেয়ে তে,
দুলা ভাই রং মাখে
শালি কার বিয়েতে।


প্রস্রাব করে শিশু
কাদা মাখে গায়েতে,
দাদীর স্নো মাখা দেখে
দাদু ফেটে পড়ে হাসিতে।


আম মাখে জাম মাখে
দিয়ে কাঁচা লঙ্কা,
কলঙ্ক মাখে যদি
মনে জাগে শঙ্কা।


খাঁটি তেলে মুড়ি মাখা
আইটেম ঘরোয়া,
চিল্লানি ছাড়ে শিশু
নাহি করে পরোয়া।


রৌদ্র মাখিলে গায়
যায় শীতের কাঁপুনি,
মাখামাখি বলে হকার
দেয় কোটায় ঝাঁকুনি।


অংকন করে শিশু
মেখে রং তুলিতে,
খেলতে যায় যদি
গা মাখায় ধুলি তে।


আরও কতো মাখামাখি
শেষ হবে না বলা,
মন্দ কথায় মাখিলে কভু
যায় নাকো ভুলা।


প্রকাশ কাল
২১/১২/২০১৯ইং।