মানেই প্রাণ
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


জন্ম নিয়েই অঙ্গী তুমি ভবে
হয়তো বা নেই কোনই তাতে ভুল,
তাই বলে কি গন্ধ বিনে সবে
ফুটলে শাখে তারেই বলে ফুল!


দেয় যদি কেউ রুক্ষ জমিন ধুয়ে
আমরা বলি শুদ্ধ প্রেমের বান,
সভ্য সুরে মন না গেলে ছুঁয়ে
চাইলে তারে যায় কি বলা মান!


মৃত্যু জনম এই তো ভবের রীতি
ভাঙা গড়া যেমন নদীর খেল,
না যদি বয় পরের তরে প্রীতি
কোন সাধনে বলবে তারে দেল?


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৩/২০২১ইং।