মানুষ ও শয়তান
বোরহানুল ইসলাম লিটন


শয়তান মানুষকে বলে
তোরা আসলেই বোকা,
মোদের অমৃত বাণীকেও ভাবিস
এ নিশ্চয় ধোঁকা।
বিধি নামে প্রার্থনা
করে চিরকাল,
মৃত্যুকালে খালি হাত
থাকে না সম্বল।
আমরা অমর জাতী
থাকি কত সুখে
আমাদের না মেনে তোরা
মরিস ধুকে ধুকে।
জীবনটা কাটিয়ে দিস
চলে  ভুল পথে,
মানুষ বলে ওরে অধম
মোর বিধি আছে সাথে।
শক্ত ঈমানে গড়া
মোর অন্তর খানি,
নতশিরে স্মরি যাকে
বিধি বলে মানি।
ইবাদত বন্দেগী আর
জিন্দেগী বল,
তারই জন্য সব
এ নয় ধরাতল।
বিধিকে অন্তরে রেখে মোরা
কত থাকি সুখে,
জেনে রাখ মরিস না
কভু হিংসার অসুখে।
এর চেয়ে নিরাপদ মোরা
নয় কথা যা তা,
চোখ নিরাপদ থাকে যেমন
দিয়ে তার পাতা।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০১/২০২০ইং।