মায়ের চোখের জল
বোরহানুল ইসলাম লিটন
================



বুঝলি খোকা? আগুন পানি
সবচে বেশি খাঁটি,
তার চেয়েও অধিক খাঁটি
আমার দেশের মাটি।


সোনা রূপা হীরা খাঁটি
খাঁটি ফুল আর ফল,
প্রার্থনা হয় অধিক খাঁটি
ঝরলে চোখের জল।


চলতে সুপথ  সত্য খাঁটি
খাঁটি মেঘের পানি,
জীবনটা হয় অধিক খাঁটি
হয় যদি সে জ্ঞানী।


জন্ম মৃত্যু চির খাঁটি
বললো খোকা হেসে,
চিনলে না তার অধিক খাঁটি
থাকতে আপন কাছে।


কষ্ট ক্লেশে জীবন কভু
হয় যদি টলমল,
বুঝবে সেদিন সবচে খাঁটি
মায়ের চোখের জল।



*******************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০২/২০২০ইং।