মায়ের ভাবনায়
বোরহানুল ইসলাম লিটন
===================@@@


হৃদয়ে জমলে ব্যথা
খুব ভাবি তোর কথা
বিফলে যাবে না মাগো তোর আঁখিজল,
যে দিলো মূল্যহীনে অবহেলা দুখ
দেখে কি বিধাতা মাগো রবে অবিচল?


জন্ম জঠরে নিয়ে ধরণীতে এসে,
চলছে সকলে মাগো কতো সুখে হেসে।
চির বোঝা ভেবে তোরে
কতই না অনাদরে
নির্দয়ে গড়ে দিলো জীর্ণ আবাস।
জানিস কি মাগো ওরা দলিয়ে দু’পায়
দোজাহানী চির সুখ করেছে বিনাশ?


ছলনে দেখাতে শোক মুখ করে ভার,
নিঠুরে কাড়ছে মাগো খাদ্য আহার।
কপট হৃদয় জ্বালা
সেজে ওরা আলা ভোলা
বিবেক লুকায়ে ঘুরে ফুলঝুরি মুখে।
যদি না মিললো তোর পদতলে ঠাঁই
কি করে থাকবে ওরা স্বর্গের সুখে?


ক্ষণিক আয়ুর বল নশ্বর রথে,
কতোই গর্ব মাগো চলনের পথে।
জীবনের দোলাচলে
ভাবি বসে এ বিরলে
হৃদয় আকাশে দেখে স্বপ্নের ভেলা।
রঙ্গে ঢঙ্গে সদা ধরণীর বুকে
চলছে এ কোন মাগো নিয়তির খেলা?


নীরব নিশীথে মাগো উঠোন বাতায়,
নব আশে খুঁজি ভোর স্বপ্ন আশায়।
হায় একি অমানিশা
মিলে না আলোর দিশা
আঁধারে মিলায় তোর ভাগ্যের রেখা।
যতই শঙ্কা তোর জীবনে আসুক
ওপারে সাধ্য কার চির সুখ রুখা??


===================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৯/২০২০ইং।