মিথ্যার চড়ুইভাতি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


তোর অধরে - যেদিন ভোরে
     মিলছে হাসির রেখা,
সেদিন থেকে - ভাগ্য বেঁকে
     আঁকছে মেকির রেখা।


অস্তাচলে - অশ্রুজলে
  দুঃখে গড়ে রেণু,
অন্ধ বেশে - ভগ্ন রেশে
বাজছে আমার বেণু।


আশার ভাঁজে - সকাল সাঁঝে
       নিত্য দিবা রাতি,
খুন করে ক্ষণ - রোজ তবু মন
      খেলছে চড়ুইভাতি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৩/২০২১ইং।