মোহে ভরা দিল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


আজব জীবন সাথী সংসারী রাণী,
যখনি ফেলতে চাই ঘাড় থেকে ঘানি,
মোহ মায়া চেপে ধরে
জাগায় নতুন করে
স্বপ্ন আশায় গড়ে নব হাতছানি,
মিলে কি রেহাই তাতে যদি সাজি কানি?


বন্ধু স্বজন হয়ে দুখেরি কারণ,
কখনো বাড়লে ঘাতে অন্ত ক্ষরণ,
যদি ভাবি যাবো ছেড়ে
স্মৃতিরা দ্বিগুণে তেড়ে
মান অভিমান মেরে করলে হরণ,
কে আছে যে ফিরে যেতে করবে বারণ?


মায়া সে তো বিধাতার সৃষ্টি অপার,
ভাবি তা কখনো যদি জগতের সার,
আশার সীমানা বেড়ে
জীবনটা যায় হেরে
বুদ্ধি বিবেক করে সকলি অসার।
তবুও সকলে আশে কেন খুলে দ্বার?


মেঘেরা যখন ঢাকে আকাশের নীল,
কিংবা কাড়লে খরা সবুজের বিল,
ঝঞ্ঝা বিরূপে ঘিরে
যদি মরে হাহাকারে
তবুও তো চায় ফিরে ধরণীর দিল।
এই কি জীবন আর প্রকৃতির মিল?


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/১০/২০২০ইং।