মলম যখন অলম্ (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


শঠ ছলনা হয় যে যুগের
নিত্য পথের অলম্,
চাইলে সেথা যায় না দেখা
বুক পকেটে কলম।


ঘাড় যদি হয় ঋণে বাঁকা
বাক তবু রয় সদ্য পাকা


জ্ঞান গরিমার খায় বলে মান
দর্পে চলা মলম।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৩/২০২১ইং।