মন ছুটে যায়!
=====================@@@


মন ছুটে যায় বারে বারে
ছোট্ট গ্রামের ধারে,
যেথায় নাচে পাখ-পাখালি
শীতল ছায়ার আড়ে।


ঝির ঝিরে বায় সবুজ ক্ষেতে
ফড়িং করে খেলা,
দুষ্টুরা সব বানের জলে
ভাসায় কলার ভেলা।


বিলের জলে রয় ফুটে ফুল
শাপলা রাশি রাশি,
জলকেলিতে হাঁসগুলি হয়
ডাক ঝাঁপে উচ্ছ্বাসী।


ছাগ গরু ঘাস ধুমসে চিবায়
রাখাল বাঁশির সুরে,
সবজি ক্ষেতে সই-সখির দল
গল্পে মেতে ঘুরে।


সন্ধ্যা হলেই চারপাশে রোজ
জোনাক জ্বালায় বাতি,
ঘুম পাড়ানির গান শুনে মা’র
যায় পোহায়ে রাতি।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৯/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন