==========================@@@
(মন্দের নাও)


জ্ঞান থেকেও ভালো ফেলে তুললে যে কেউ মন্দ রে,
হয়তো বা সে থাকবে ভালো সেলাম ঠুকে অন্দরে!
জাগবে যখন অতল আশা উঠলে তাতে মাতাল ঢেউ,
তাই বলে কি ফল না সয়ে ভিড়বে সে নাও বন্দরে??


(তবু!)


লাজ মুখে তোর জমছে যেদিন বক্ষভেদী ঘোর কালো,
দিবস আমায় পর করেছে দেয়নি জেনে চাঁদ আলো!
থাক সুখে সই যেথায় তবু ভাবিস্ নে কেউ জানবে আর,
তম নগরের বাদশা আমি চাইতে শুধু তোর ভালো।


(রুবাই এখন দুবাই)


লিখবো ভেবে বেশ ক’টা আজ হৃদয় ছোঁয়া রুবাই,
শব্দ ধারায় মনটাকে তাই তুলনু গড়ে কুবাই।
চললো আবেশ ইরান দেশে গুল বাগিচার ধারে
ঢেউয়ের তালে নাও এসে মোর ভিড়লো তখন দুবাই।


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/১০/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন