মনের আকাশ
বোরহানুল ইসলাম লিটন
================৥৥৥


মনের আকাশে জমে ঘন কালো মেঘ,
ক্ষণে ক্ষণে বাড়ে দুখ বিষাদের বেগ।
আশার সুরুজ কাঁদে বেদনার কোলে,
পিছনের স্মৃতিগুলো দোলনায় দুলে।
চাঁদ তারা বিনে কাঁদে মননের রাত,
অশ্রু ধারার বুঝি নেই কোন জাত।
বারে বারে উঁকি দেয় বিজলীর রেখা,
মনাকাশ খুঁজে ফিরে জ্যৈষ্ঠের দেখা।


যদি কভু নাহি ফিরে দখিনা বাতাস,
কেঁদে মরে হাহাকারে কর্মের আশ।
জীবনের পথ ঘাট ভরে কাদা জল,
চারপাশ মুখরিত চতুরের ছল।
আলো বিনে সদা ঘুরে চঞ্চলা মন,
আশা হয়ে জেগে রয় স্বপ্নের ক্ষণ।


================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৫/২০২০ইং।