মনের আশা
বোরহানুল ইসলাম লিটন
==============//


মায়ের আগে মরলে বিধি
গড়বে আমায় তারা,
থাকবো চেয়ে মুখপানে তে
রাত্রি প্রহর সারা।


না হয় করো হিমেল বায়ু
গ্রীষ্ম খরার মাসে,
দোলনা সুখে কাল পেরোতে
থাকবো মায়ের পাশে।


বানাও যদি রাতের শশী
ভরতো মায়ের বুক,
রাত বিরাতে পাইতো আলো
ঘুচতো মনের দুখ।


না যদি হই শীতের ভানু
ভরবো তোমায় দোষে,
খুব সকালে উঠতো মাতা
থাকতো বাতায় বসে।


গড়তে যদি জোনাক বাতি
লাগতো ভীষণ ভালো,
রাত্রি জেগে থাকতে পাশে
ভরতে ঘরের আলো।


বললে হবো ভোরের পাখি
থাকবো গাছের শাখে,
খুব ভোরে মা উঠতো জেগে
মিষ্টি মধুর ডাকে।


দুঃখ হরা সুখ বানিও
ঘুরতে সকল বাড়ি,
মায়ের হৃদে গড়বো ঘাঁটি
নইলে তোমায় আড়ি।


*********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৩/২০২০ইং।