মনুর মা (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
===============//


মনুর মায়ের হারিয়ে গিয়েছে
শীতের গরম কাঁথা,
সারা বাড়ি ভর খুঁজে হাহাকার
নেইকো শিকের ছাতা।


গরমে জুড়াতো তালের পাখায়
চোরে তা করেছে চুরি,
সাথে নিয়ে গেছে মমতা জড়ানো
নাতির সাধের ঘুড়ি।


পরনে তাহার জীর্ণ কাপড়
মশারী গিয়েছে ছিঁড়ে,
চালের ফুটায় পানি আসে ঘরে
ঘুণে তা রেখেছে ঘিরে।


পাড়া প্রতিবেশী করে হাসাহাসি
কতো যে আশার কথা,
ঠোঁটের শব্দে মানবতা জাগে
ছলনে মনের ব্যথা।


দেখে তারে কেউ দুরে সরে যায়
কেউ জনমের আড়ি,
কেউ বলে তার বয়স হয়েছে
একশ পেরিয়ে কুড়ি।


জন মানবতা হায়রে একতা
এই বুঝি তোর খেলা,
সকাল দুপুর সেজে সখিপুর
অচিন সন্ধ্যা বেলা।।


*********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৩/২০২০ইং।