নায্য বিচার (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
==================৥৥৥


বানর নাকি চড় মেরেছে
বন বিড়ালের গালে,
তাইতো বসে চলছে সভা
বৃক্ষ বটের ডালে।


সিংহ মামা বিচারপতি
বাঘ দিবে আজ রায়,
বলছে সবে দু’জন যেন
নায্য বিচার পায়।


বানর বলে পিচ্ছি বেটা
রাখছে জাতের মান?
ছেঁচড়া চোরা আমায় বলে
জোরসে বাজায় গান।


আমি হুজুর মস্ত ডাকু
ক্যামনে থামাই রাগ,
তাইতো ক’টা চড় করেছি
ভাল গালে দুই ভাগ।


বিড়াল বলে সবরি কলা
করছে বানর চুরি,
তাইতো আমি চোর বলেছি
হয়তো বারেক কুড়ি।


ঘাড় নাড়িয়ে বললো সবে
বাক্য দুয়ের ঠিক,
শুনেই মোরা নিন্দা ভরে
চোরকে জানাই ধিক।


সাক্ষী শুনে সিংহ বাঘে
এক হলো দুই মত,
রায়টা দিলো নাক কানে দে
বন বিড়ালের খত।


===================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৬/২০২০ইং।