নিধন (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
===============


গেদার বউ বলছে ওগো
শুনছো আমার কথা,
মাথায় গেছে উকুন ভরে
হচ্ছে বিষম ব্যথা।


দিনে কামড় রাতে কামড়
চলছে প্রতিক্ষণ,
ভাল্লাগেনা কর্ম কাজে
শান্তি হারায় মন।


ওষুধ বড়ি আনতে যদি
আজকে করেন ভুল,
থাকবো গিয়ে বাপের বাড়ি
কাটবো মাথার চুল।


গেদা হেসে বের করে তার
বত্রিশ খানা দাঁত,
রাগ করো না লক্ষ্মী সোনা
বললো হীরের চাঁদ।


বের হয়ে যায় বাড়ি থেকে
ফিরলো বিকেল বেলা,
প্যাকেট দিয়ে বউকে বলে
নেইকো আমার হেলা।


মন খুশিতে ছিঁড়ল প্যাকেট
বেশ ছিল তাই ভারি,
ভিতর থেকে বেড়িয়ে এলো
মস্ত কাঠের পিঁড়ি।


হাতুড়ি আর চিরুনি দেয়
হাতটিতে তার ধরে,
কাগজ তুলে প্যাকেট থেকে
বউকে শুনায় পড়ে।


চিরুনি দিয়ে আঁচড়ে যদি
উকুন পরে নিচে,
রাখবে ধরে পিঁড়ির পরে
চিমটি ডলায় খিঁচে।


হাতুড়ি দিয়ে মারবে জোরে
ঘাড় বরাবর বাড়ি,
বাঁচলে দিবে আমার সাথে
দিন সাতেকের আড়ি।


বউ টি গেদার হেসে বলে
বুদ্ধিটা বেশ ভালো,
তাইতো আমার ঘরে জ্বলে
বাত্তি ছাড়াই আলো।


*******************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৩/২০২০ইং।