নীলিমা
বোরহানুল ইসলাম লিটন
========================@@@


বুকখানি যার মেঘে ঢাকা শ্রাবণ ধারা রয় সয়ে,
পূত হলে তার স্বপ্ন তবু ফাগুন সেথা যায় ক্ষয়ে।
রামধনু তাই যতই বেড়াক সেই খলোকে রঙ খেলে,
চাঁদ সুরুজের পশ্চাতে তা নীলচে হয়েই যায় বয়ে।


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৫/২০২১ইং।