নিরালে ভেবো (ট্রায়োলেট-২৩)
====================@@@


নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি,
কে দিতো জ্বালায়ে দীপ স্বপ্নের গড়ে!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে।
যে বুকে রাখতো সদা আপনার দরে,
তুমি কি দিয়েছো তার দাম এক রতি!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৯/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন