নিরাশার বুকে জল
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


ধু ধু বালুকার চর,
যেন সে বিরানে গড়ে নিকো কেউ
কখনোই ছোট ঘর!


নদীর কিনারে কাঁদে অভাগিনী
কতো কিছু ছিল ধন,
বোশেখের ঝড় সব কেড়ে নিয়ে
দিয়ে গেছে ভাঙা মন।


আজ তো ফাগুন দেয় নাকো দোলা
আপনার ভেবে এসে,
জাগে না ক্ষণিক পাখালির তান
সমীরণ ভালোবেসে।


মনন যখন ব্যাকুলে চলেছে
আঁধারের পথে একা,
হঠাৎ কে যেন আবডালে দিলো
অস্ফুট স্বরে দেখা।


সবচেয়ে ছোট ডাক ধেয়ে তার
ঢুকে ক্ষরণের তল,
তখনই গড়ালো অদৃশ্য ‍সুখে
নিরাশার বুকে জল।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৪/২০২১ইং।