নিষ্ঠুর মানবতা
বোরহানুল ইসলাম লিটন
=================



বল দেখি মাগো তোর
কেন এতো কষ্ট?
তোর পদতল নাকি
জগতের শ্রেষ্ঠ?


তোর বাস কেন হয়
ফুটপাত রাস্তা?
ময়লার ব্যাগে ক্যান
থাকে তোর নাস্তা?


লেপ কাঁথা মশারিটা
কেন তোর ছিন্ন?
তোর ছেলে কেন তোকে
করে দেয় ভিন্ন?


তোর কি মা পেট বড়
খাস বেশি অন্ন?
অনাহারে থাকে তাই
ছেলে তোর জন্ন?


জল ফেলে তোর চোখ
হয় কেন অন্ধ?
তোকে নিয়ে সংসারে
কেন এত দ্বন্দ্ব?


হায় হায় মানবতা
তুই কেন অন্ধ?
কারো পেটে লাথ দিস
কারো হোস ছন্দ???



হাজারো অসহায় ও নির্যাতিত মায়েদের চরণে কবিতাটি উৎসর্গ করলাম।


********************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০২/২০২০ইং।