নগ্নতে মগ্ন
বোরহানুল ইসলাম লিটন
==============@@@


গন্ধ শুঁকে মন্দ পথে
ছন্দে চলে রোজ,
সর্ব করে খর্ব সদা
গর্ব করে ভোজ।


গণ্য ভেবে বন্য জীবন
ধন্যে গড়ে ঢের,
ক্লান্ত মনে শান্ত হলে
অন্তে টেনে জের।


ধর্ম যদি মর্ম হতো
কর্মে প্রতিক্ষণ,
ভগ্ন দশার নগ্নতে কি
মগ্ন হতো মন??


==============@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/১০/২০২০ইং।