নরাধম
বোরহানুল ইসলাম লিটন
=============৥৥৥


হায়রে অধম নর,
সজ্ঞানে তুই কশিয়ে দিলি
নিজ গালে দুই চড়?


স্বার্থ লোভে করলি চুরি
গরীব দুখীর ধন,
তোর মনে কি নাইরে দয়া
কান্দে না তোর মন?


অন্নহীনে ঘরের কোণে
কান্না মাতম আজ,
জানলি না তুই রোনাজারি
চলছে সকাল সাঁঝ?


তোর মনে কি নাইরে দয়া
মৃত্যু খোদার ভয়?
পাপ পাতকে পাহাড় গড়ে
করলি জীবন ক্ষয়।


দু’দিন পরে দেখবি মরে
পাক বিধাতার দ্বার,
পারবি কি রে বইতে একা
অন্ত জ্বালার ভার?


জানিস কি তুই দু’কালেতে
শান্তি কোথায় আছে?
দ্যাখ না খুঁজে এক কাতারে
গরীব দুখীর পাশে।।


==============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৫/২০২০ইং।