নদীর খেলা (ট্রায়োলেট -১৭)
বোরহানুল ইসলাম লিটন
========================@@@


’একূল ভাঙে ওকূল গড়ে’ হোক তা নদীর খেলা!
বয় তবু সে প্রাণের ধারা বক্ষে নিরবধি।
নইলে কি আর ঊর্মি গড়ে নিত্য সুখের ভেলা!
’একূল ভাঙে ওকূল গড়ে’ হোক তা নদীর খেলা!
কেউ পারে কি করতে তারে চাইলে ক্ষণিক হেলা,
পরহিতে সে শুদ্ধ চলন আশায় গড়ে যদি!
’একূল ভাঙে ওকূল গড়ে’ হোক তা নদীর খেলা!
বয় তবু সে প্রাণের ধারা বক্ষে নিরবধি।


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৬/২০২১ইং।