ওই জলে আগুন জ্বলে!
=========================@@@

শাপলা ভাসতো ওই টলটলে জলে
নয়তো ভাসতো শত আশাবাহী গোলাপের কুঁড়ি,
ওদের খেতো না কভু বোয়ালের ছানা
গোপন দ্বেষেও ক’টা করতো না ঢোরা রাতে চুরি।


ফাগুনের ডালে বসা ঝিরঝিরে বায়
শালিকের স্বপ্ন ছিলো ওই জলে পলাশের মতো,
চকোরের ডাকে দিয়ে সগরবে সাড়া
জোছনা ঝরাতো চাঁদ ওই জলে হেসে অবিরত।


ও’ জলে অমিয় সুধা সারাক্ষণ জেগে
ছড়াতো আশার বাণী নিজে ক্ষয়ে ভ্রমরের গানে,
ও’ জলে বিশ্বাস ছিলো করতো যা দান
হিমেল পরশ কোন পিয়াসীর তপ্ত খানদানে।


নিরালে ও’ জল আছে সেখানেই জেগে
তবে তা চিনে না আজ আপনার পতিত পাবন,
হয়তো এ’ রূপে তার সে’ কারণে দেখি
ধোঁয়ার আড়ালে এক বহ্নিমান চিতার আনন।


=========================@@@
পাঁচুপু্র, আত্রাই, নওগাঁ।
৩০/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন