বিক্ষত এ' পৃথিবীটা আঁধারের বুকে হলে লীন,
কারা রয় আমাতে আসীন?

অনেক ভাবনা আজ হংসের শ্বাস
খুঁজে ফিরে কলমির ফুল,
ভাসন্ত আমনে হয়ে অঘ্রাণে ব্যাকুল।

যখন সকালে উঠে পুবাকাশে রবি
অলস পাখিরা ছাড়ে নীড়,
ছটফটে হয় ওরা -
স্বদলে-স্বভাবে ফিরে শ্যামলীতে উঁচু করে শির।
বিবর্ণ অদূরে দেখে তারপর বিলের অসুখ,
শামুকের মতো ক্ষোভে বন্ধ করে মুখ।

অটল পাহাড়ও হলে ক্ষয়,
ভেবো না সে হারিয়েছে বেনোজলে ভিত
অজানা শঙ্কায়।

হে পৃথিবী জেনে রাখো তুমি
বিশ্বাসে নে নক্ষত্রের দল এ' কথাটি খাঁটি,
অনেক ভাবনা আজ নাছোড়ের জেদ
চাপড়া ঘাসের প্রাণ মরেও যা ছাড়ে না স্ব-মাটি!