====================@@@


চলতি পথে হলেই কথা
রয় তাতে কি ক্ষতি?
দ্বন্দ্ব তো হয় তখন যদি
হয় তা বেশি অতি!
অল্প হলে হয়তো ভালো
বাকহীনে নয় তৃপ্ত কালো?
তাইতো উচিত মাঝেই চলা
ভাবুক তা কেউ নতি!
চলতি পথে হলেই কথা
রয় তাতে কি ক্ষতি?


ইচ্ছে মতোই ধাও না তুমি
রক্ষা করে গতি!
ভাবছো তবে ক্যামনে হবো
এই সমাজের পতি?
রইলে না মান মনের মাঝে
সেই খ্যাতি কি আসবে কাজে?
দেখবে বরং ওই অতি শেষ
সব খেয়েছে জ্যোতি!
চলতি পথে হলেই কথা
রয় তাতে কি ক্ষতি?


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪-০৮-২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন