অভাবের আঁচে (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
===============৥৥৥


কাঁদিস ক্যা রে সখিনার মা
শুনছে কি তা কেউ?
তোর বিলাপে বিলাই কাঁদে
কুত্তা ডাকে ঘেউ।


পরশি দেখে মুচকি হাসে
হায় দরদী মন,
আঁখির কোণে তেল মেখেছে
কাঁদতে প্রতিক্ষণ।


চাল ডালেতে ডাবর ভরা
ধনা চাচার বাড়ি,
অভাব নাকি ওদের তবু
দিচ্ছে ডেকে আড়ি।


খাবার খোঁজে বের হয়েছে
তোর ছেলেটা পচু,
নিরাশ হলে আনবে তুলে
পাগার থেকে কচু।


সখিনার মা কেঁন্দে বলে
নেই কপালের জুড়ি,
রাত্রি বেলা কেউ বা কচু
সব করেছে চুরি।।


================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৪/২০২০ইং।