====================@@@


আয় তোরা সব দেখবি যদি
পাগলা দাসুর কর্ম,
যুগের সাথে তাল মিলাতে
পুড়ছে সে তার চর্ম।


চলছে শুনে মর্যাদা মান
আজ তা দরে সস্তায়,
বেশ কিনে তাই করছে মজুদ
গর্বে ভরে সস্তায়।


কালের সনদ সব যা আছে
করবে বলে অর্জন,
শিখছে সে কাল আঁধার রাতে
পশুর কাছে গর্জন।


স্বপ্ন যে তার চন্দ্র মহল
বাঁধবে দিয়ে স্বর্ণ,
রোজ পেতে তাই গুরুর কৃপা
রাখছে চেপে কর্ণ।


ধন এতো শেষ রাখবে কোথায়?
হায়রে একি কাণ্ড!
আজ শুনি সে গড়ছে নাকি
মাটির নীচে ভাণ্ড।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৮/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন