পাগলের প্রলাপ!
====================@@@


ওই পাড়ার এক বদ্ধ পাগল
খায় মেঙে সে ভিক,
যা বলে সব আবোল-তাবোল
নেইকো কথার ঠিক!
সেদিন ডেকে কাছে,
বলনু ভোলা পারবি কি তুই
চড়তে তালের গাছে?


বললো হেসে ও সাধু ভাই
বেশ তো চালাক তুমি!
কও তো মোদের যায় না কি দিন
চিল্লাতে আর ঘুমি?
তোমরা যারা ধন বা জ্ঞানে
আছো কালের সাথে,
এক লাফেই তো উঠতে পারো
অমন গাছের মাথে!


বলনু রেগে কস্ কি রে তুই
আজগুবি আর যা-তা!
বেশ কি গরম মাথা?


লম্বা ফেলে শ্বাস,
বললো মোদের পিঞ্জরে কি
স্বপ্ন করে বাস!
রোজ তো ওরা তাদের সাথী
বুদ্ধি যাদের বেশ!
টানছো শুনেই কেশ!
কও তো দেখি শেষ!
রোজ কারা এক সাঁঝে শুয়ে
শৌচাগারের ছাদে,
ভোর না হতেই গড়ছে যেয়ে
স্বর্ণ মহল চাঁদে??


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন