পাকা ধানের সুর (তোটক -১)
======================@@@


ওহে ভাই ভোলাচাঁন কোথা পেলে এই গান?
ভোলা কয় দোল খায় ক্ষেতে ওই পাকা ধান।
মৃদু বাও রাঙা রোদ খোশে তাই হয়ে চুর,
ডেকে মোর মনে আজ দিলো এই সুধা সুর।


প্রিয় কবি ‘আশরাফুল ইসলাম’ এর আলোচনায়
আকৃষ্ট হয়ে কবিতাটি লেখা।


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/১২/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন