পল্লী মা
বোরহানুল ইসলাম লিটন
================



মা আছে মোর হৃদয় জুড়ে
হর্ষ পুলক প্রাণ,
মোর জীবনে খোদ বিধাতার
অমূল্য এই দান।


মা যে আমার সবুজ ঘেরা
শস্য ফসল মাঠ,
কৃষক ভায়ের স্বপ্নে ভরা
গঞ্জ গ্রামের হাট।


মা যে আমার পাখ-পাখালি
সবুজ ঘেরা বন,
অন্তহীন ঐ বিশাল আকাশ
হিংসা হারা মন।


মা যে আমার শিল্প মনে
রঙে আঁকা ছবি,
বাউল গান আর ভাটিয়ালী
ছন্দ সুরের কবি।


মা যে আমার আশার আলো
স্বপ্নে ভরা বুক,
দুঃখ মাঝে সুখের হাঁসি
সহায়হীনার সুখ।


মা যে আমার মানবতা
অনন্ত তার হাঁসি,
গ্রাম প্রকৃতির পল্লী মাকে
তাইতো ভালোবাসি।


*******************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০২/২০২০ইং।