পাল্টালো কি সব?
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


মাস ক’ আগে মোর জীবনে
ভয় ছিলো না একটু মনে
দেখলে যমের দোর,
আজ কাঁপি রাত সন্ধ্যা সকাল
চিন্তাতে মন কাল পরকাল
নেই মনে সেই জোর।


ঘর বাহিরে মুখোশ পরে
হাত দুটি ধুই যত্ন করে
ব্যস্ততে নেই পথ,
ক্ষণ প্রতি ক্ষণ নমন শিরে
ভক্তিতে মন নয় তা ভীড়ে
ধীর চলনের রথ।


অন্তরে মোর বন্ধু প্রীতি
গল সুরে বেশ সাম্য গীতি
জপ মুখে ডাক রব,
শঠ ছলনা হিংসা ভুলে
পাল্টালো কি সত্য তুলে
মন জীবনের সব??


=====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৮/২০২০ইং।