পায় কি দাম!
বোরহানুল ইসলাম লিটন
=======================@@@


হৃদয় জাগলে ঘাতে সকাতরে ভাবে এ বিরলে,
অভাগা পায় কি দাম যদি বুক ভাসে আঁখি জলে!


অবলা নিরালে তুলে বিশ্বাসে ছোট কুঁড়ে ঘর,
অভাবে টিকিয়ে রাখে ভক্তিতে ঠিকই তার দর।
তবু ঝড় অবিরত -- তারই দিলে করে ক্ষত
হৃদয় তা দেখে ভাবে ক্ষয়ে ক্ষয়ে বিরহী অনলে,
অভাগা পায় কি দাম যদি বুক ভাসে আঁখি জলে!


থাকে না সবার হৃদে রৌশনে গড়া ঘর খাসা,
তা বলে রাখতে নেই তুষ্টিতে পুষে ভীরু আশা!
বাঁধে যে আশায় প্রাণ -- বানে কাড়ে তারই ধান
হৃদয় তা দেখে ভাবে একা বসে ক্ষরণের তলে,
অভাগা পায় কি দাম যদি বুক ভাসে আঁখি জলে!


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৩/২০২১ইং।