পিতার দান
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


শহুরে বাবু গেরামে এসে
বাপকে ডেকে কয়,
বন বাঁদারে চোদিক ঘেরা
পাও না রাতে ভয়?


চাদর কাঁথা নেইকো ভালো
ময়লা বাড়ি ভরা,
তার উপরে রৌদ্র তাপে
চলছে হেসে খরা।


ঘামসে কড়া গন্ধ নিয়ে
ঘর ভরেছে বায়,
বৌমা ক’দিন থাকতে বাবা
সাবান মেখো গায়।


পারলে দিও আতর গায়ে
গন্ধ পাবে ভালো,
নইলে যাবে বাপের বাড়ি
মুখটা করে কালো।


চিন্তা কেন করিস বাছা
মনটা জলে ভেসে,
হৃদয় খানি উঠতে কেঁদে
বললো পিতা হেসে।


সুনাম টাকা শিক্ষা খ্যাতি
তোর যা আছে নাম,
সবখানে তে খুঁজলে পাবি
আমার গায়ের ঘাম।।


================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৪/২০২০ইং।