পিতৃহীন চলন
বোরহানুল ইসলাম লিটন
========================@@@


চঞ্চলা মন যতই আমার ছন্দে চলুক খেলে,
সামনে দিয়ে ব্যাগ হাতে কেউ হাটের পানে গেলে,
ছোট্ট ছেলে হাঁটলে সাথে
মন ভাবে মোর স্মৃতির ঘাতে
আমিও যেতে এমনি করেই হতাম কত খুশি!
আজ স্মরে তাই চোখের জলে ভাগ্যটাকে দূষী।


রোজ তো কৃষক মাঠেই খাটে বৃষ্টি রোদের মাঝে,
তবু তাদের ঘাম যেন বয় আমার গহন খাঁজে।
যায় যদি কেউ পান্তা হাতে
সূর জাগে এই মনের প্রাতে
প্রাণ খুঁজে তাই ব্যাকুল হয়ে দূর নীলিমার মায়া।
পায় কভু কি বাপহীনা প্রাণ চাইলে বটের ছায়া!


চলছে তবু চলবে জীবন রাখবে স্মৃতি ঘিরে,
মন মাঝি তার বাইবে তরী অকুল গাঙে ফিরে।
জাগুক পথে যতই কাঁপন
থাকবে পাশে ব্যথার ব্যাপন
তাই বলে কি হয় গো সে পথ আস্থাতে আর পাড়ি!
রোদ করে যার মাথার উঁচে কর্কশে পায়চারী!!


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৫/২০২১ইং।