পদানত (মজাক্ষরা- ৯)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


মানুষ তো
সেরা জীব
জাগরণে
থাকে বলে হুঁশ মান,
সকলেই
জ্ঞাতসারে
গায় তাই
বিধাতার গুণ গান।


এরই মাঝে
জ্ঞানে যারা
অবহেলে
পায়ে দলে দুই কুল,
কারো সাথে
জেনে বুঝে
তুমি কভু
করো নাকো তার তুল।


পশু সেও
ভেদ বুঝে
থাকে তাই
প্রভু চিনে অনুগত,
মান হুঁশ
হারা হলে
ওরা হয়
পাতকের পদানত।


( অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় কবি ’মুহাম্মদ মনিরুজ্জামান’-এর
’মজাক্ষরা’ ছন্দে আকৃষ্ট হয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা)


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৩/২০২১ইং।