পদ্যের বুকে
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


ছন্দ যদি দ্বন্দ্বে করে খেলা,
শব্দ তখন জব্দ হয়ে
হাসবে গড়ে ভেলা।
তাল দিলে তাই সাড়া,
বর্ণগুলো স্বর্ণ হবে
ভাঙতে মনের কারা।


শান্ত লয়ের প্রান্ত গেলেও দূরে,
পর্ব তবু গর্বে রবে
বক্ষ সেথা জুড়ে।
আর তা সুরের বেশে,
সদ্য জেগে পদ্য হয়ে
আসবে নেমে শেষে।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪-০৫-২০২১ইং।