পোকের পাঁক (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


পল্টু চেলা উল্টো ঝুলে
করছে শুনে ধ্যান,
দৃশ্য ভেবেই বিশ্ব সাধু
হারায় বসে জ্ঞান।


অন্ধজনের দ্বন্দ্ব তাতে
ভীষণ পেলে রেশ,
নগ্ন পোকে মগ্নে বলে
বেশ তো খবর বেশ।


বিজ্ঞরা সব অজ্ঞ সেজে
গুনছে যখন ঝাঁক,
তথ্য বেচে পথ্য তখন
চলছে গড়ে পাঁক।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০১/২০২১ইং।