পরিচয়
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥


রৌদ্র প্রখর দিন,
সূর্যটা হেসে ফিরায়ে দিতেছে
ধরণীর যত ঋণ।


দলে দলে লোক ছুটিয়া চলেছে
বদনে মাখিয়া শোক,
মেঠো পথে নাকি পড়িয়া রয়েছে
রোদে পোড়া এক লোক।


শোকের কাতরে বলিতেছে সবে
হয়তো স্বজন হারা,
নয়তো অভাবী অনাহারী পেট
অকালে গিয়াছে মারা।


দেখিতে আসিয়া গণ্য মান্য
সমাজের সুধী জন,
হাহাকার কেঁদে নীরবে দু’চোখ
মুছিছে প্রতিক্ষণ।


সুধাইনু ডেকে ভদ্র সুজনে
ঠিকানা মিলেছে ভাই,
বলিল মিলেছে কাস্তে কোদাল
আর কিছু সাথে নাই।


===================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৬/২০২০ইং।