প্রকৃতির নতুন সাজে
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


বোল এসেছে আমের গাছে
ডাকছে খোশে কাক,
মধুর লোভে মৌমাছিরা
বাঁধছে শাখে চাক।


বাগ বাগিচায় নানান রঙে
ফুটছে বলে ফুল,
পিউ পাপিয়া আত্মহারা
বুলবুলি মশগুল।


শস্য ক্ষেতে উড়ছে মশক
গন্ধে হয়ে চুর,
তাই বুঝি আজ দখিন হাওয়া
করতেছে ঘুর ঘুর।


ভর দিনমান রোদের ঝলক
কাড়ছে দেখে হিম,
ছাগ গরু মোষ গাছের ছায়ে
পাড়ছে শুয়ে ঝিম।


পাক প্রকৃতির এমন রূপে
জাগছে যখন প্রাণ,
মন কোকিলা আসছে ছুটে
গাইতে মধুর গান।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০২/২০২১ইং।