পরচর্চা (ট্রায়োলেট-২৪)
[email protected]@@
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ,
নিজকে চেনার সময় কি তার থাকবে হাতে আর!
বরং রবে ভাবনা জুড়ে ‘করছি যা সব বেশ’,
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ।
কর্ম যদি অন্তরে তার গড়েও ভুলের দেশ,
ফের তবু সে খুলবে চুপে অন্ধ আশার দ্বার।
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ,
নিজকে চেনার সময় কি তার থাকবে হাতে আর!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/১০/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
পরচর্চাও কিন্তু সৃষ্টিশীল মননের পরিচায়ক।
শুভেচ্ছা নিরন্তর।
একদম সত্য - পরচর্চার কোন বিকল্প হয় না।
সময় কাটাবার মক্ষম বিষয়।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
চমৎকার মানবতাবাদী ট্রায়োলেট। সুন্দর উপস্থাপনা।
শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
আত্মপোলব্ধির কবিতা! অসামান্য ব্যপ্তি! অনেক ভাল লাগলো। শুভকামনা সম্মানিত কবির জন্য।
নিজচর্চায় যারা অভ্যস্ত, তারা কিন্তু পরচর্চায় ঘৃণাই
করে। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অনবদ্য কবিতা
চমৎকার রূপকে জীবনমুখী ও মানবতাবাদী ট্রায়োলেট কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনন্য ট্রায়োলেটে অভিভূত হলাম।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি।
অনেক শুভ কামনা রইল।
পরচর্চায় সময় পার হয়ে যায়
নিজেকে চেনার সময় কোথায়,
তবু যেন সময়মতো হুস হয়।
সুন্দর কাব্যিক বারতা, হার্দিক শুভকামনা রইলো ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
"পরচর্চা" নিয়ে সুতীব্র কটাক্ষ ।
সুন্দর জ্ঞানবান কাব্য ,মুগ্ধ ।
প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন অহরহঃ ।
দারুন। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
বলার যা তা বলেই দিলাম, কাব্যে দিলাম পালিশ
করলে সুখি সবার কাছে এই ব্যাপারে নালিশ ।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
একদম যথার্থ ভাবনা এবং উপস্থাপনা প্রিয় কবি! এমন লোকের অভাব নেই সমাজে! দারুন ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।