প্রীতির টানে
=========================@@@


’আজকে যারে মন্দ বলো কাল যেচে কও ভালো,
পরশু আবার তারেই বলো পানসে বা আঠালো’
এই যদি হয় চলের প্রীতি
শয়তানও তো ভুলবে নীতি!
ভাববে ধরায় জান যা আছে নয় সবই কি কালো!
লাভ কি থেকে নেই যেথা আর শুদ্ধতা বা আলো!


তারচে’ প্রীতি হৃদ থেকে হৃদ থাকলে আশায় মাতি,
কও তো হবে মানহানি কার, কমবে খানিক খ্যাতি?
তোমার বুকে গড়বে যে বাস
না ফেললে সে শুষ্ক যা শ্বাস
আসলে খরা সেও যে দিবে শ্যামল আঁচল পাতি!
ক্ষয় কি হবে মান বলো হুঁশ ঘিরলে তখন রাতি?


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৪/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন