=========================@@@


শীত বা খরার তীব্র বেলা - গড়লে ধরায় নিঠুর খেলা
               হয় না মলিন ভবের মেলা
                   চক্র দিলে সাড়া,
বর্জ্য নেমেও অবিরত - ধী’র বুকে তা জমলে শত
            একটু সেথা হয় না ক্ষত
               থাকলে জেগে ধারা।


চলের বুকে আঁধার ঘুরে - দেয় যদি তার গহীন পুড়ে
              ফের জাগে সে স্নিগ্ধ সুরে
                  চন্দ্র তারার পাশে,
যতোই আসুক ঝঞ্ঝা ধেয়ে - জান তরী অকূলে পেয়ে
                মন তবু ঠিক চলবে বেয়ে
                    কর্ম দিলে হাসে।


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০-০৮-২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন